Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বিটিসিএল ঝিনাইদহের দপ্তর হইতে ইন্টারনেট (এডিএসএল / জিপন) সহ টেলিফোন সংযোগ অনলাইনে আবেদন পূর্বক (সরকারী দপ্তরের ক্ষেত্রে পত্র প্রাপ্তি সাপেক্ষে) এবং ডিমান্ড নোটের  ফি জমার (ব্যাংক/ বিকাশ) মাধ্যমে সংযোগ প্রদান করা হইয়া থাকে।

ফরম সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা
ইন্টারনেট (এডিএসএল / জিপন) সহ টেলিফোন/ল্যান্ডফোনের সংযোগ পেতে প্রথমেই বিটিসিএলের ওয়েবসাইটে https://mybtcl.btcl.gov.bd/ এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। 

অনলাইনে আবেদন করতে প্রয়োজন হয়

  • আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি
  • জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট এর ফ্রন্ট ও ব্যাক পেজের স্ক্যান কপি

টাকার পরিমাণ ও জমা দেওয়ার স্থানলৈ
নির্ভূলভাবে পূরণকৃত অনলাইন আবেদন সহকারী ম্যানেজার টেলিকম এর কার্যালয় এটি যাচাই বাছাই পূর্বক ডিমান্ড নোট প্রদান করেন। এই ডিমান্ড নোটের কপি ডিমান্ড নোটে উল্লেখিত টাকা সহ অগ্রণী/বেসিক ব্যাংকে অথবা বিকাশে জমা দিতে হয়।
সংযোগ প্রক্রিয়া

টাকা জমা দেওয়ার তিন দিনের মধ্যে বাসায় ইন্টারনেট সহ টেলিফোনের সংযোগ দেওয়া হয়। প্রকাশ থাকে যে, টেলিফোন সংযোগের জন্য টেলিফোন সেট গ্রাহক নিজ দায়িত্বে সংগ্রহ করিবেন।