Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিটিসিএল কর্তৃক প্রদানকৃত অনলাইন সেবা

বিটিসিএল কর্তৃক প্রদানকৃত সেবাসমূহঃ

  • টেলিফোন এবং উচ্চগতির ইন্টারনেট (ADSL/GPON)
  • লিজড লাইন ইন্টারনেট এবং ভিপিএন
  • .bd/.বাংলা ডোমেইন
  • দেশজুড়ে অপটিকাল ফাইবার নেটওয়ার্ক এর মাধ্যমে ব্যাকহল এবং কোলোকেশন সেবা


সম্মানীত গ্রাহক বিটিসিএল কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ কিভাবে পেতে পারেনঃ

১. সম্মানীত গ্রাহক আপনি 02477746806-(অনুসন্ধান) নম্বরে ফোন করে আপনার প্রয়োজনীয়/ কাঙ্খিত টেলিফোন নম্বরটি জানতে অথবা আপনার টেলিফোন/ ইন্টারনেট সংক্রান্ত অভিযোগ জানতে পারবেন ।

২. বিটিসিএল এর ওয়েবসাইট https://btcl.com.bd/ ভিজিট এর মাধ্যমে বিটিসিএল কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত এবং সঠিকভাবে জানতে পারবেন।

৩. বিটিসিএল এর সেবা পেতে ঘরে বসে https://mybtcl.btcl.gov.bd/ ওয়েবসাইট অথবা টেলিসেবা অ্যাপস্ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে পারেন। এই ওয়েবসাইট অথবা টেলিসেবা অ্যাপস্ এর মাধ্যমে আপনার টলিফোন বিল দেখতে বা ডাউনলোড বা বিল পরিশোধ করতে পারবেন।