বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স্ কোম্পানী লিমিটেড (বিটিসিএল) যাহা পূর্বে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড নামে পরিচিত ছিল) বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিফোন (পিএসটিএন) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ঝিনাইদহস্থ বিটিসিএল কার্য্যালয়টি একটি সহকারী ব্যাবস্থাপকের কার্যালয়। প্রতিষ্ঠানটির দপ্তর প্রধানের পদবীঃ সহকারী ব্যাবস্থাপক টেলিকম, ঝিনাইদহ।সহকারী ব্যাবস্থাপকে টেলিকম ঝিনাইদহের অধীনে ঝিনাইদহ সদর, শৈলকূপা, হরিণাকুন্ডু, কালিগঞ্জ, কোটচাদপুর, মহেশপুর উপজেলা সমূহের টেলিযোগাযোগ সেবা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি টেলিফোন ভয়েস সার্ভিসের পাশাপাশি ঝিনাইদহ জেলায় Broadband Internet (ADSL), LLI সার্ভিস প্রদান করিয়া থাকে । উলেস্নখ্য যে, ঝিনাইদহ টেলিকম বিভাগের আওতাধীন সকল টেলিফোনই ডিজিটাল যাহাতে Malicious Call Tracing, Abbreviated Dialing, Fixed Destination Call, Hot Line, Call Waiting, Call Forwarding, Don't Disturb Individual, Conference Call , Alarm Call, Caller Id সুবিধা রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস